বুধবার

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজশাহীতে নারীর মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই, তিন ছিনতাইকারী গ্রেফতার

মান্দায় নির্মাণাধীন বসতবাড়ি ভাংচুর, ব্যবস্থা নেয়নি পুলিশ

Paris
Update : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নির্মাণাধীন একটি বসতবাড়িতে দফায় দফায় ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হুমকির মুখে বর্তমানে বাড়িতে বসবাস করতে পারছেন না ভুক্তভোগী পরিবার। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের এসব ঘটনায় মান্দা থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নেয়া নেয়নি পুলিশ। গত রোববার আবারও প্রতিপক্ষের ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী গুলনাহার জানান, স্বামী দেলোয়ার হোসেনের পৈত্রিক সুত্রে পাওয়া ও আমার কবলাকৃত সম্পত্তিতে গত ১৫ অক্টোবর পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করি। এর কয়েকদিন পর পূর্ব শত্রুতার জের ধরে বজলুর রশিদ খাজাসহ তার সহযোগীরা সেটি ভেঙে গুড়িয়ে দেয়। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।

তিনি আরও জানান, এরপর আবারও কাজ শুরু করলে গত ৫ নভেম্বর প্রতিপক্ষরা রাতের অন্ধকারে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এসময় বাধা দেওয়ায় স্বামী দেলোয়ার হোসেনসহ আমাকে মারপিট করে প্রতিপক্ষরা। পরে আমার শয়নঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুরসহ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়দের সহায়তায় আবারও নির্মাণ কাজ শুরু করি। গত ১৪ ডিসেম্বর আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন লাঠি, লোহার রড ও সাবল দিয়ে ইটের দেয়াল ও প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।

ভুক্তভোগী গুলনাহার অভিযোগ করে বলেন, বর্তমানে প্রতিপক্ষের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে বড়িতে বসবাস করতে পারছি না। সাবালিকা মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব ঘটনায় মান্দা থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। সর্বশেষ গত রোববার আবারও প্রতিপক্ষের বজলুর রশিদ খাজাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান আগের অভিযোগ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, গত রোববার ভুক্তভোগী পরিবারের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris