নুর কুতুবুল আলম, সাবাইহাট : রাজশাহীর বাগমারা উপজেলায় ফেসবুক ব্যবহার করায় স্ত্রীর কান ছিঁড়ে দিয়েছেন পাষন্ড স্বামী। ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাহেরপুর পৌরসভার ভাবনপুর তিলিপাড়া মহল্লার কায়েম উদ্দীনের ছেলে মিনহাজুল ইসলাম হিরার সাথে পাবনা শাহাজাদপুর উপজেলার আন্দামানিক গ্রামের আঃ মালেকের মেয়ে সাদিয়ার (২০) বিয়ে হয় বছর ছয়েক পূর্বে। বিয়ের কিছু দিন পর থেকে সাদিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো হিরা। পূর্বে তাঁদের মধ্যে ছাড়াছাড়ির ঘটনাও ঘটে।

এদিকে গত শুক্রবার ফেসবুক ব্যবহার করার অপরাধে স্ত্রী সাদিয়াকে ঘরের দরজা বন্ধ করে এলোপাতাড়ি মারধর করতে থাকেন স্বামী হিরা। একপর্যায়ে কানের দুলে টান দিলে কান ছিঁড়ে যায়। সাদিয়ার ডাক-চিৎকারে প্রতিবেশীরা সাদিয়াকে রক্তাক্ত অবস্থায় বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। বর্তমানে ভিকটিম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। অভিযুক্ত হিরার মুঠোফোনে কল দিলে মারধর নয়, স্ত্রীকে শাসন করার কথা স্বীকার করেন তিনি।

এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়। বাগমারা থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহম্মেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।