শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িগঙ্গার তীরে হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল রোববার সকাল ১০টায় বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে। সকালে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা মেরিটাইম লিমিটেডের দখলে থাকা স্থাপনা অপসারণ শুরু করে বিআইডব্লিউটিএ।

জায়গাটিতে এমপির বড় ছেলে সোলাইমান সেলিমের নামে সাইনবোর্ড লাগানো ছিল। এখানে স্থায়ী কাঠামোতে মার্কেট নির্মাণ করছেন হাজী সেলিম। গুলজার আলী সাংবাদিকদের বলেন, গত বছর কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকায় নদীর পাড়ে স্থায়ী সীমানা পিলার বাসানো হয়েছে। এই সীমানা পিলারের মধ্যে থাকা জায়গায় উচ্ছেদ চালাচ্ছে সংস্থাটি। সীমানার ভেতর যারই দখল থাকে, তা গুঁড়িয়ে দেয়া হবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris