মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আইনুল হক। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন।
গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভার আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

আইনুল হক ভবানীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়ন ফরম দাখিল কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, সদস্য মকলেছুর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগ নেতৃবৃন্দ।