সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

বাগমারায় এনএটিপি-২ প্রকল্পের মাঠ দিবস ও অভিজ্ঞতা বিনিময়

Reporter Name
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে এনএটিপি-২ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১০ টায় শ্রীপুর ইউনিয়নের দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা মৎস্য অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী কমল কুমার সরকার, এনএটিপি-২ লিফ বজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন লিফ আলাউদ্দীন, লিফ শাহজাহান আলী, ইকবাল হোসেন, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে গত ৯ এবং ১০ ডিসেম্বর ছোট মাছ চাষ বিষয়ক প্রশিক্ষনে প্রথম স্থান অর্জনকারী খয়বর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris