এফএনএস : নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার বাঙ্গালখলসী গ্রামের অদূরে ফাঁকা মাঠের ভিতরে একটি পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর আলী জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন উপজেলার বাঙ্গালখলসী গ্রামের অদূরে ফাঁকা মাঠের ভেতর একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো রংয়ের জ্যাকেট ও গলায় মামলা ছাড়া আর কিছু নেই। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।