মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরের চারিপাশের রাস্তার নিরাপত্তা প্রাচীর নির্মাণ ও সৌন্দর্য বর্ধণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কাজের উদ্বোধন করেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, সহ-সভাপতি আমজাদ মৃধা, সাংগগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, তাহেরপুর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, কাউন্সিলর ফাতেমা বেগম, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক বাবু, ছাত্রলীগ নেতা কোরবান আলী তুহিন, রাজু, গোলবার রহমান, মাওঃ আবুল কাশেম প্রমুখ।