শুক্রবার

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা নিলেন নেতানিয়াহু পর্যায়ক্রমে ভ্যাকসিন পাবে ফিলিস্তিনিরা

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ইসরাইলে করোনার প্রথম টিকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। ৭১ বছর বয়সী প্রধানমন্ত্রী শনিবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। নিজে টিকা নিয়েই টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘প্রথমে আমি, পরে স্বাস্থ্যমন্ত্রী জুলি ইডলেস্টিন টিকা নিলেন। যাতে অন্যরা উৎসাহী হয় টিকা নিতে।’

সংক্রমণের ঊর্ধ্বে থাকা ইসরাইলে প্রতিদিন ৬০ হাজার ডোজ জনসাধারণের মাঝে দেওয়ার কথা রয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকার চালান গত সপ্তাহেই পৌঁছায় দেশটিতে। মডার্নার টিকাও পৌঁছানোর পথে। ইসরাইল সরকার আশা করছে, ঝুঁকিপূর্ণ এমন ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। দেশটির ১০টি হাসপাতালে টিকা সরবরাহের প্রস্তুতিও চলছে। প্রথমেই স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন বলছে ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলে করোনায় এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন প্রায় চার লাখ। এদিকে ইসরাইলের শাসনাধীন থাকা লাখো ফিলিস্তিনি এখনই টিকা পাচ্ছেন না। প্রথম পর্যায়ে ইসরাইলের নাগরিক এবং অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদিরা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। কিন্তু টিকা পেতে আরও অপেক্ষা করতে হবে আড়াই লাখ ফিলিস্তিনিকে।


আরোও অন্যান্য খবর
Paris