রবিবার

২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

জানুয়ারিতে মাঠে ফিরবেন নেইমার

Reporter Name
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ১৩ ডিসেম্বর চোট পেয়েছিলেন নেইমার। তখনই জানা যায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চোট পেয়েছেন গোড়ালিতে। তবে চোটের জন্য কতদিন বাইরে থাকতে হবে তার সুনির্দিষ্ট তথ্য ছিল না। প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) জানিয়েছে, এই ডিসেম্বরে আর দেখা যাবে না তাকে। নেইমার মাঠে ফিরতে পারবেন জানুয়ারিতে। অবশ্য সপ্তাহের শুরুতে আশার কথা শুনিয়েছিলেন, পিএসজি কোচ থমাস তুখেল। বলেছিলেন, রোববার ই লিলের বিপক্ষে তাকে দেখা যেতে পারে।

কিন্তু পিএসজি জানিয়েছে, ‘নেইমারের চোটটা এখনও রয়েছে। যে জন্য তার চিকিৎসা চলছে। তবে আশা করা হচ্ছে, নেইমার জানুয়ারিতেই ফিরতে পারবে।’ এর ফলে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে তার নামা নিয়ে কোনও সংশয় রইলো না। শেষ ষেলোর ম্যাচে প্রাণভোমরাকে ঠিকই পাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

লিওঁর বিপক্ষে ১৩ ডিসেম্বর পার্ক দু প্রিন্সেসে ম্যাচের যোগ হওয়া সময়ে নেইমারকে বাজে এক ট্যাকল করেছিলেন লিওঁ মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। তখন বাম গোড়ালি চেপে ধরে পড়ে যান নেইমার, ছটফট করতে থাকেন অসহ্য যন্ত্রণায়। মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। তখন মনে হয়েছিল চোটটা বেশ গুরুতরই। ম্যাচটা অবশ্য পিএসজি হেরেও গিয়েছিল ১-০ গোলে। ওই ট্যাকলে শাস্তি হিসেবে লাল কার্ডও দেখেন মেন্দেস।


আরোও অন্যান্য খবর
Paris