চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবুল কালাম লিটিল (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত কয়েদি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার চিমড়দিঘী এলাকার এনামুল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ কারাগার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি গত শনিবার দিবাগত রাত দেড়টায় বুকের ব্যাথা সৈর্য না করতে পেরে কারাগার কর্তৃপক্ষকে জানায়।

পরে কারাগার কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাত ২টায় অধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত আড়াই টায় লিটিলের মৃত্যু হয়। জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, টাকা-পয়সা মামলায় লিটিল কারাবন্দী ছিলো। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার নামে সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।