বিজেপির পোস্টারে অমিত শাহের নিচে কবিগুরুর ছবি, তুমুল বিতর্ক

এফএনএস : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্মান জানাতে গোটা শহর রঙ-বেরঙের ব্যানার-পোস্টারে ছেয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। এগুলোতে অমিত শাহের পাশাপাশি রয়েছে স্থানীয় বিজেপি নেতাদের ছবিও। পোস্টারে ঠাঁই হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও। কিন্তু সেই পোস্টার নিয়েই এবার শুরু হয়েছে বিতর্ক। বোলপুরে টাঙানো একটি ব্যানারে দেখা যায়, অমিত শাহের ছবির নিচে দেয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার নিচে রয়েছে বিজেপি নেতা অনুপম হাজরার ছবিও। এ নিয়েই ক্ষেপেছেন রবীন্দ্রভক্তরা।
বিশ্বকবির ছবি কেন একজন মন্ত্রীর ছবির নিচে থাকবে, এমন প্রশ্ন তুলেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এছাড়া, বিশ্বভারতীর সামনে লাগানো একটি পোস্টার নিয়েও চলছে বিতর্ক। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়বের আদলে একটি ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে। তার ঠিক উপরেই রয়েছে অমিত শাহের ছবি। এ নিয়ে টুইটারে তৃণমূল কংগ্রেস লিখেছে, সীমার মধ্যে থাকুন অমিত শাহ ও পশ্চিমবঙ্গ বিজেপি।
রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার সাহস হয় কীভাবে? অত্যন্ত লজ্জার ব্যাপার, গুরুদেবের উপরে নিজেকে রাখছেন আপনি। পশ্চিমবঙ্গের মানুষ এসব কখনও ক্ষমা করবে না। শান্তিনিকেতনের সাবেক শিক্ষার্থীরাও কবিগুরুর ছবির অবমাননার প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, মনীষীদের সম্মান জানাতে ব্যানার-পোস্টারে তাদের ছবিই সবার উপরে স্থান পায়।
কিন্তু বিজেপির পোস্টারে তার উল্টো ঘটেছে। তবে এই ঘটনার জন্য উল্টো তৃণমূলকেই দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতারা। দলটির সর্বভারতীয় সংগঠনের সম্পাদক অনুপম হাজরা বলেছেন, কে বা কারা এই কাজ করেছে জানি না। তবে এগুলো তৃণমূলের পূর্ব পরিকল্পিত হতে পারে।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা