চারঘাট প্রতিনিধি : চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেনীতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ব্যবস্থাপনায় ও চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মনিরুজ্জামান।

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শামসুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক, রাজশাহী মহিলা টিটিসি’র অধ্যক্ষ নাজমুল হকসহ বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।