সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয়, উভয় পরিবারের সম্মতিতে। উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের আতাউর রহমানের কন্যার সাথে একই উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়ার মোজাহার আলীর ছেলের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়। গত শুক্রবার বিকেলে সামাজিকতা মেনেই বিয়ে সম্পন্ন হয়। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। কনে পক্ষের দেওয়া উপহার সামগ্রী ভাগাভাগি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ বাধে। আর এর জের ধরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটে।
সূত্রে জানা যায়, এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। গভীর রাত পর্যন্ত চলে দেন দরবার। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী মুঠোফোনে জানান, একই আসরে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবাহবিচ্ছেদ হয়। নববধূর হাতের মেহেদির রং না, মুছতেই বিবাহ বিচ্ছেদের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বরপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বাগমারা থানার পরিদর্শক (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, উভয় পক্ষ থানায় এসেছিলেন, কিন্তু কোন পক্ষই অভিযোগ দেয়নি। পরে জানতে পেরেছি, তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।