বুধবার

২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway
সর্বশেষ সংবাদ
অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত : রাজশাহীতে ইসি রাশেদা দুই ফিট মাটির নিচ থেকে সাড়ে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিতরা শিক্ষাক্রম নিয়ে সমালোচনা গ্রেপ্তার ৪ শিক্ষক কারাগারে হাঁসের ভ্রাম্যমান খামারে আলোর মুখ রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৩৯ জন মেয়র লিটনের সাথে রাজশাহীর ৩টি আসনে আ.লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাৎ নগরীতে ঝুঁকিপূর্ণ পন্থায় চলছে বাদুড়ের শরীরে থাকা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা! বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি এনামুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

উপহার ভাগাভাগি নিয়ে বিবাদ বাগমারায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ!

Reporter Name
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয়, উভয় পরিবারের সম্মতিতে। উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের আতাউর রহমানের কন্যার সাথে একই উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়ার মোজাহার আলীর ছেলের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়। গত শুক্রবার বিকেলে সামাজিকতা মেনেই বিয়ে সম্পন্ন হয়। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। কনে পক্ষের দেওয়া উপহার সামগ্রী ভাগাভাগি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ বাধে। আর এর জের ধরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটে।

সূত্রে জানা যায়, এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। গভীর রাত পর্যন্ত চলে দেন দরবার। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী মুঠোফোনে জানান, একই আসরে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবাহবিচ্ছেদ হয়। নববধূর হাতের মেহেদির রং না, মুছতেই বিবাহ বিচ্ছেদের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বরপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বাগমারা থানার পরিদর্শক (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, উভয় পক্ষ থানায় এসেছিলেন, কিন্তু কোন পক্ষই অভিযোগ দেয়নি। পরে জানতে পেরেছি, তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris