শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভা নির্বাচনে আ.লীগ ও বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দল দুটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শহীদুজ্জামান শাহীদ এবং ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক আড়ানী ইউপি চেয়ারম্যান এবং আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক।
গত শুক্রবার সন্ধ্যায় আ.লীগ ও বিএনপির দলীয় প্রধান স্বাক্ষরিত নিজ নিজ দলীয় মনোনয়ণপত্র তারা হাতে পেয়েছেন। উল্লেখ্য, আড়ানী পৌরসভার বিগত নির্বাচনে তোজাম্মেল হক দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। পক্ষান্তরে প্রথমবারের মতো দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী যুদ্ধে নামবেন শহীদুজ্জামান শাহীদ।