সিরাজগঞ্জে মনোনয়ন জমা দেয়ায় ভাতিজাকে ছুরিকাঘাত করলেন প্যানেল মেয়র মোস্তফা

এফএনএস : পৌর নির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদে মো. হোসেন আলী (৩৮) মনোনয়ন জমা দেয়ায় ছুরিকাঘাত ও মারপিট করে গুরতর আহত করেছেন তার চাচা সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চককোবদাস পাড়া বাবলুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করে। আহতের বাবা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আবদুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আহত হোসেন আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হোসেন আলী পৌর এলাকার চককোবদাস পাড়া মহল্লার শিল্পী আবদুল কুদ্দুসের ছেলে ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আহত হোসেন আলী অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চককোবদাসপাড়া বাবলুর বাড়ির সামনে গেলে ওঁৎ পেতে থাকা পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা, ইউসুফ আলী, সবুজ, হাফিজুল, ইশা, আক্কাশ, আজিজুল শেখ আমাকে রামদা, চাকু, ছুরি, ফলাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথাড়ি মারপিট করে।
এতে আমার পেট, বুক ও পিঠে কয়েকটি স্থানে ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে আমাকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করে বলেন, কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়ায় আমার আপন চাচা গোলাম মোস্তফা নিশ্চিত পরাজয় ভেবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালিয়েছেন। এ সময় আমার বাবা আমাকে উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে হাত ভেঙে দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আবদুল কুদ্দুস বলেন, আমার ছেলে গত বৃহস্পতিবার কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়ায় গোলাম মোস্তফা গংরা রাতের আঁধারে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে আমি ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছি। এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, এই ঘটনার সঙ্গে আমি এবং আমার কোনো লোক জড়িত না। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, গত বৃহস্পতিবার রাতে চক কোবদাসপাড়ায় মারপিটের ঘটনায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা