রাজশাহী মুক্ত দিবসের সমাবেশ প্রতিরোধের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার : দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় রাজশাহী মুক্ত দিবস উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে এমন প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও দুইজন বীর মুক্তিযোদ্ধাকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, সালাউদ্দীন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বঙ্গবন্ধুর আদর্শের কলম সৈনিক মো. মনিরুজ্জামান রব্বানী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হলেও তখনো রাজশাহী শত্রুমুক্ত হয় নি। ১৮ ডিসেম্বর রাজশাহীকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।
তবে স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও দেশে লুটেরা-দুর্নীতিবাজ ও পাকিস্তানপন্থীরা এখনো রয়েই গেছে। জনগণকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বক্তারা সবাইকে কাধে কাধ রেখে কাজ করার আহবান জানান। সমাবেশে শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, সাংবাদিক আমানল্লাহ আমান, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, সদস্য শরিফ উদ্দীন, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ দিন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের কন্যা শরিফা ইকবাল মেঘলার কণ্ঠে “সবকটি জানালা খুলে দাওনা” গান পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাৎ হোসেন রওশন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলকে সম্মাননা দেয়া হয়। আর বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঠান্ডু ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওবায়দুর রহমানকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ দু’জনের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা