প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে নন্দন সাহিত্য একাডেমি ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাকসেনাদের কবল থেকে আমার মায়ের মুক্তিকথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১৬ জন বীর মুক্তিযোদ্বাকে পুষ্প মুকুট, উত্তরীয়, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ’র শিক্ষা ও মানব সম্পদ কমিটির অন্যতম সদস্য ডক্টর পি এম সফিকুল ইসলাম। আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আওয়ামীলীগ নেতা এডভোকেট জাকিরুল ইসলাম সান্টু। সভাপতিত্ব করেন নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাইদ।