এফএনএস : ফেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাওয়ার আশা করছে পিএসজি। ব্রাজিলিয়ান তারকার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছের দলটির কোচ টমাস টুখেল। ঘরের মাঠে গত রোববার লিগে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি।

২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ছাড়াই নিজেদের মাঠে লিগে গত বুধবার লরিয়ঁকে ২-০ গোলে হারায় পিএসজি। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট লিলের। সমান ম্যাচে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। দুই দল আগামী রোববার মুখোমুখি হবে। গোড়ালির চোট কাটিয়ে দ্রুত নেইমারের ফেরাটা কঠিনই।

তবে লিলের বিপক্ষে শীর্ষে ফেরার লড়াইয়ে তারকা ফরোয়ার্ডকে পাওয়ার আশা ছাড়ছেন না টুখেল। “আমি বলতে পারি না লিলের বিপক্ষে নেইমার খেলবে না। তার খেলা সম্ভব। তাকে পাওয়ার জন্য আমরা সব ধরনের চেষ্টা করব।”