স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামরাগ সপ্নপুরি মোড় সংলগ্ন সালমান বেকারিতে আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ও পণ্য ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার আনুমানিক ভোর ৬ টার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তাই বেকারি বন্ধ থাকায় কারখানা বন্ধ ছিলো। হটাৎ ভোরে ৬টায় বেকারীর ভেতর থেকে আগুন লাগা দেখতে পেলে তাৎক্ষণিক এলাকাবাসী ফায়ার সার্ভিসকে ফোন করলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ধারনা যেহেতু বেকারি বন্ধ ছিল তাই শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনায় অর্ডারকৃত তৈরি বেকারি পণ্য এবং ময়দা, চিনি, তেলসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।