স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : “মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘বঙ্গবন্ধু মঞ্চে’ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্ত্তিক দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত ও প্রয়াসের নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন। সভায় বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীর ৩ জন আত্মীয়কে সম্মাননা, শিক্ষা বৃত্তি হিসেবে ২৪ জন ছাত্র-ছাত্রীকে ৯ হাজার ৯৯ টাকার চেক এবং কোভিড-১৯ এ বিদেশ ফেরতগামী ২ কর্মীকে ২ লক্ষ টাকা করে প্রণোদনার চেক প্রদান করা হয়। শেষে কারিগরি শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।