শুক্রবার

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনের মহাকাশযান

Paris
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : চাঁদের থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাং-ই-ফাইভ। বৃহস্পতিবার ভোরে চাঁদের শিলা ও মাটি নিয়ে মঙ্গোলিয়া স্টেশনে অবতরণ করেছে মহাকাশযানের ক্যাপসুল চ্যাং-ই-ফাইভ। গত নভেম্বরের শেষ দিকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয় চীনের চন্দ্রযান চ্যাং-ই-ফাইভ। গত রোববার প্রায় দুই কেজি চাঁদের মাটি নিয়ে পৃথিবীর পথে রওনা হয়।

আমেরিকার অ্যাপোলো ও সোভিয়েত লুনা মিশন তাদের নমুনা নিয়ে আসার ৪০ বছর পর তৃতীয় কোনও দেশ হিসেবে চাঁদের নমুনা পৃথিবীতে আনল চীন। এ সফলতা মহাকাশ গবেষণায় চীন আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, এর আগে ২০১৩ ও ২০১৯ সালে চীনের আরও দুটি মহাকাশযান চাঁদে অবতরণ করে।


আরোও অন্যান্য খবর
Paris