শাহজালাল বিমানবন্দরে উদ্ধার দ্বিতীয় বোমাটিরও বিস্ফোরণ হলো টাঙ্গাইলে

এফএনএস : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র (ফায়ারিং রেঞ্জ) ক্যাম্পাসে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৩১ মিনিটে আবারও বোমার বিস্ফোরণে মধুপুর বনের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ কর্মকর্তা জুয়েল জানান, পূর্বের মতো বিমান বাহিনীর ফ্লাইট লে. আজমের নেতৃত্বে একটি দল বাইরোড গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার হওয়া প্রায় ২৫০ কেজি ওজনের বোমাটি নিয়ে ফায়ারিং রেঞ্জে আসেন।
সকালে ক্যাম্পাসের মাটিতে গভীর গর্ত করে সেখানে পুঁতে এটি নিষ্ক্রিয় করা হয়। প্রতক্ষ্যদর্শী মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাটিতে গভীর গর্ত করে সেখানে বোমা স্থাপন করে বিশেষ কায়দায় এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমাটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বোমার অংশ ও ধোয়া একশ থেকে দেড়শ ফুট ওপরে উঠে যায়। মাটিতে পুঁতে রাখা অংশে অনেক গভীরতার সৃষ্টি হয়। এটি বিস্ফোরণের সময় বিমান বাহিনীর বিভিন্ন স্তরের সদস্য, মধুপুর ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিল।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় পাইলিংয়ের কাজ করতে গিয়ে শ্রমিকরা ১০ ফুট মাটির নিচে সিলিন্ডার সদৃশ বোমাটির সন্ধান পান। এর আগে গত ৯ ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে ২৫০ কেজি ওজনের প্রথম বোমা বিস্ফোরণ করে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একই বিশেষজ্ঞ দল।
আরও খবর
- জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগের ফল
- বাগমারায় কামার পল্লিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের
- বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- বাগমারায় ২৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য
- নওগাঁয় গ্রেফতারকৃত চালকের ছিল না ভারী যানবাহন চালানোর সনদ
- প্রয়াণ দিবসে এন্ড্রু কিশোরকে স্মরণ
- কিশোর সানি হত্যার জের কাটতে না কাটতেই রাজশাহীতে রেলকর্মচারী খুন
- পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর
- স্বর্ণের দাম কমলো
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ
- দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৮
- শিশুর বয়সসীমা ১৮ থেকে কমিয়ে আনার প্রস্তাবনায় উদ্বেগ
- এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষা প্রতিষ্ঠান বেতন চলতি মাস থেকেই
- গভীর নলকূপ খালি করছে বরেন্দ্র’র ভূগর্ভস্থ পানি
- কুরবানীর পশু পরিবহন ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস শুরু