রাবি প্রতিনিধি : ভারতীয় জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে দুইটি টাটা কোম্পানির বাস পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি ভারতীয় জনগণের পক্ষে উপহার হিসেবে ৫২ সিট বিশিষ্ট টাটা কোম্পানির দুটি বাসের চাবি বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহানের হাতে তুলে দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।