স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের অভিযানে ৮ লক্ষ ২৩ হাজার টাকার ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়েছে। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলপুকুর থানা পুলিশ।

এ সময় বাঁশপুকুরিয়া পূর্বপাড়া গ্রামের আসামী রুস্তম আলী (২৫) কে গ্রফতার করা হয়। রুস্তম আলী বাঁশপুকুরিয়া এলাকার সাদের আলীর ছেলে। তার বাড়ী থেকে অনুমোদনহীন ভেজাল প্রসাধনী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।