মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গরীব, দুস্থ মহিলাদের মাঝে ২০১৯-২০২০ চক্রে শেষ ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৪৫ জন ভিজিডি কার্ডধারী মহিলার মাঝে ৩০ কেজি করে চাউল প্রদান করেন মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল হাসান। অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, ইউপি সচিব বেলাল হোসেন, ইউপি সদস্য আব্দুল সালাম, নূও মোহাম্মদ, হাফিজুর রহমান, আব্দুল আজিজ, সংরক্ষিত মহিলা সদস্য পলি বেগম, মরজিনা বিবি প্রমুখ।