প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে নগরীর বিসিক শিল্প এলাকায় একটি সার্ভিল্যান্স টীমের অভিযানের মাধ্যমে মেসার্স চৌধুরী এগ্রো ফুড ইন্ডাঃ কমপ্লেক্স এর ২৫ কেজি চাউলের বস্তায় ৩৫০ গ্রাম কম প্রদান; মেসার্স রিজেন্ট এ্যালুমিনিয়াম ফ্যাক্টরী এর ওজন যন্ত্রের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায়; মেসার্স হামীম এগ্রো ফুড ইন্ডাঃ কমপ্লেক্স এর চাউলের বস্তার মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ওজন ও মূল্য লেখা না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় নিয়মিত ৩টি মামলা দায়ের করা হয়।