দুর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব আলী মোল্লা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এস,এম হুমায়ন কবীর, প্রশিক্ষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শামসুল হক। উপাস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু তারকনাথ মজুমদার, দুর্গাপুর ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আলমগীর হোসেন, কেয়ারটেকার রবিউল ইসলাম সহ আরো অনেকে। সমন্বয় সভা শেষে কোভিট-১৯ এর প্রতিরোধে মাক্স ও সাবান বিতরন করেন।