ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল নিউ জিল্যান্ড

এফএনএস : ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় একটুও ছিল না। দেখার ছিল, ওয়েস্ট ইন্ডিজ ফলো অন এড়াতে পারে কিনা। অভিষিক্ত জশুয়া দা সিলভার লড়াইয়েও সেটি পেরে ওঠেনি ক্যারিবিয়ানরা। ইনিংস ব্যবধানের জয়ে নিউ জিল্যান্ড পেল দুটি ‘প্রথম’ স্বাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ১২ রানে জিতেছে নিউ জিল্যান্ড। এই প্রথম কিউইরা টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারাল ক্যারিবিয়ানদের। আগের টেস্টে তাদের জয় ছিল ইনিংস ও ১৩৪ রানে। এই দুই দেশের লড়াইয়ে টানা দুটি ইনিংস জয়-পরাজয়ের ঘটনা আগে ছিল একবারই। সেই ১৯৫৬ সালে নিউ জিল্যান্ডের মাটিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে হলেও কিউইদের কৃতিত্ব বেড়ে যাচ্ছে আরেকটি জায়গায়।
দুই টেস্টেই ঘাসে ভরা উইকেটে টস হেরে আগে ব্যাট করেও ইনিংস ব্যবধানে জিতল তারা। পাশাপাশি, প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ১৫ টেস্ট অপরাজিত থাকল নিউ জিল্যান্ড। সবশেষ তারা হেরেছিল ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েলিংটনে। সিরিজ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করেছে কিউইরা। বেসিন রিজার্ভে সোমবার ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের সম্ভাবনা জোর ধাক্কা খায় সকালেই।
আগের দিনের ৬০ রানের সঙ্গে আর ১ রান যোগ করেই জেসন হোল্ডার বোল্ড হয়ে যান টিম সাউদির দারুণ এক ডেলিভারিতে। অভিষিক্ত জশুয়া এরপর সামর্থ্যরে ছাপ রেখে লড়াই চালিয়ে যান। প্রথম ফিফটির স্বাদ পান এই কিপার-ব্যাটসম্যান ৭৭ বলে। ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৪ রান করে কিছুটা বিনোদন দেন আলজারি জোসেফ। কিন্তু ফলো-অন এড়ানো হয়ে ওঠেনি। সাউদি ও নিল ওয়্যাগনার ভাগাভাগি করে নেন শেষ ৪ উইকেট। ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হেনরি নিকোলস। দুই টেস্টে ১১ উইকেট নিয়ে ও প্রথম টেস্টে দারুণ ফিফটি করে সিরিজের সেরা হয়েছেন মাত্র দ্বিতীয় সিরিজ খেলতে নামা কাইল জেমিসন।
আরও খবর
- আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- রাজশাহীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার চোর গ্রেফতার
- নগরীতে সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র
- রমজানেও আন্দোলন চলবে : ফখরুল
- গোদাগাড়ীতে অটো ছিনতায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- তিন দিনের ছুটি নিয়ে ৭ মাস অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা
- শাকিব প্রসঙ্গে মুখ খুললেন সেই নারী
- ভারত-চীন যুদ্ধের ছায়ায় বাস করছে যে শহরের মানুষ
- ‘খুব শিগগিরই’ পাল্টা আক্রমণে যাচ্ছে ইউক্রেন
- নতুন পজিশন নিয়ে যা বললেন মুশফিক
- ৭ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ৩ হাজার কোটি টাকা
- পাবনায় এক বিদ্যালয়ের ১৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ
- এক হালি লেবুর দাম ১০০ টাকা!
- এমপি ফারুকের ভাতিজা পাপ্পু স্ত্রীসহ কারাগারে
- নান্দনিক ভবন ডিজাইনের কারিগর মেসার্স রহমান ডেভেলপার এন্ড এসোসিয়েটস