শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ক্যানসারে আক্রান্ত হতদরিদ্র কৃষক আবুল কালামকে বাঁচাতে সাহায্যের আবেদন তানোর উপজেলা নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ময়না রাজশাহী নগরীতে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪ রাজশাহী চিনিকলের ঘটনা তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ, বরখাস্ত ৩ পেলে-ম্যারাডোনাকে পেছনে ফেলে সেরা মেসি ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে মিয়ানমারের সামরিক জান্তা : জাতিসংঘ ‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’ নাটোরে ডেকে নিয়ে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ৪ বন্ধু আটক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানালেন ভুটানের প্রধানমন্ত্রী রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত

ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মালেকের মনোনয়ন ফরম উত্তোলন

Paris
Update : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল মালেক মন্ডল। আব্দুল মালেক মন্ডল বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো মেয়র পদে ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচন করছেন।

মনোনয়ন ফরম উত্তোলন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দলিল লেখক সমিমিতির সভাপতি ও আ’লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ পৌর আ’লীগ নেতা আহাদ আলী, মোজাহারুল ইসলাম, মকলেছুর রহমান, হিরা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে বিএনপির প্রার্থী হিসেবে ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান জজ মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিখের শেষ তারিখ, ২২ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris