প্রেস বিজ্ঞপ্তি : গত শনিবার সকাল ৮টায় রাজশাহী সিটি কর্পোরেশনে ৫নং ওয়ার্ড কার্যালয়ের সামনে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর (জোন-২) রাসিক মোসাঃ আয়েশা খাতুন নাদিরা, অবঃ ডিজিএম সোনালী ব্যাংক রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল।
হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫ নং ওয়ার্ড স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান ও ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন একটি সুস্থ্য শিশু একটি সুস্থ্য দেশ ও জাতি গড়তে পারে। এ সময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শীতে বাচ্চাদের যত্ন ও রোগবালায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেন। তিনি বলেন বাচ্চাদের সেবায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সর্বদা প্রস্তুত থাকে। ৫নং ওয়ার্ডে ০৯ মাস থেকে ১০বছরের কম বয়সী সকল শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে।