প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭১ সালে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার, পাকিস্তানকে ক্ষমা চাওয়া ও দেশটির সকল পণ্য বর্জনসহ সাত দফা দাবিতে আজ সোমবার রাজশাহী নগরীতে সাইকেল র‌্যালী ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় নগরীর রেলগেট থেকে একটি সাইকেল র‌্যালী বের হবে। র‌্যালীটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।

র‌্যালী শেষে জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান। মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমূখ। এসময় জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।