স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর-খুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) উপপরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত আলম হোসেনের বাড়ি উপজেলার চকদোমাদী গ্রামে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তার ছেলে আরিফুল ইসলাম আহত হয়েছেন। পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) উপপরিদর্শক লুৎফর রহমান বলেন, নিহত আলম হোসেন তার ছেলের মোটরসাইকেলে চড়ে বানেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথে খুটিপাড়া এলাকায় তিনি মোটরসাইকেল থেকে হঠাৎ মহাসড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।