স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর থানা শত্রু মুক্ত দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধে থানা শত্রুমুক্ত ঘোষণাকারী ডেপুটি কমান্ডার বর্তমান দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, জেলা পরিষদের সদস্য ও দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আ ন ম নুরুল আলম হিরু মাষ্টার।