প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
সভার সিদ্ধান্তÍ সমূহ হলো, শহীদ বুদ্ধিজীবি দিবস কর্মসূচীঃ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে ভূবন মোহন পার্কে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচীঃ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০.৩০ টায় দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হবে। উপরোক্ত কর্মসূচীসমূহে উপস্থিত থেকে কর্মসূচী সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।