রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রেস বিজ্ঞপ্তি : আগামী বছরে শুরু হবে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করতে ইতোমধ্যে কাজর করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী উপজেলার ৪নং রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের পূর্ব বামলাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিশিকুল ইউনিয়নের সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কালাম আজাদ ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর। সভা সঞ্চালনা করেন ৪নং রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু। এছাড়াও অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক চৌধুরী বলেন, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষে একটি মহল উঠে পরে লেগেছে। বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে। মাওলানারা কোনভাবেই এই অপকর্ম করতে পারেনা বলে উল্লেখ করেন তিনি। দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। সরকারের নানাবিধ উন্নয়নকে বাধা গ্রস্থ করতে স্বাধীনতা বিরোধীকারীরা গভীর ষড়যন্ত করছে। এদের থেকে সাবধানে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। তিনি আরো বলেন, রাজশাহীর বিভিন্ন পৌরসভায় নির্বাচন শুরু হয়েছে এবং ইউনিয়নে নির্র্বাচন শুরু হবে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী যার হাতেই নৌকা তুলে দেন তার হয়েই কাজ করার জন্য সকল নেতাকর্মীকে পরামর্শ দেন তিনি।
ফারুক চৌধুরী আরো বলেন, এই সরকারের আমলে গোদাগাড়ী ও তানোরসহ রাজশাহীতে সব থেকে বেশী উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে ১০০ কোটি টাকা ব্যায়ে কাশিয়াডাঙ্গা হতে মুন্ডুমালা পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে। এছাড়া ১৫০ কোটি ব্যায়ে রেল লাইনের কাজ সমাপ্ত হয়েছে। সেইসাথে গোদাগাড়ী উপজেলাকে শতভাগ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নেয়া হয়েছে। উপযুক্ত কোন ব্যক্তি ভাতা এর বাহিরে থাকবে না বলে জানান তিনি। শেষে আবারও দলের মধ্যে কোন প্রকার দ্বিধাদন্দ না করে সরকারের উন্নয়নের ধারাকে চলমান রাখতে নৌকার প্রার্থীর হয়ে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
আরও খবর
- হোয়াইটওয়াশ করতে পারল না টাইগাররা
- ভারতে মন্দিরের কুয়ার ছাঁদ ধসে নিহত ৩৫
- ৬০ হাজার অভিবাসীর কাজের সুযোগ জার্মানিতে
- মডেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
- এবার কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন চক্রবর্তী
- জমি নিয়ে বিরোধ মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ৬
- বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আজ শনিবার
- মরিচের গুড়া ছিটিয়ে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আন্তঃজেলা চক্রর সক্রিয় দুই সদস্য গ্রেফতার
- নওগাঁয় ১২ ডাকাত আটক ট্রাক, চাল, টাকা উদ্ধার
- তানোরে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন মারপিট হামলা আহত সদস্য সচিব
- টাকা ফেরতের জন্য মাদ্রাসার সুপারের কলার ধরে টানাহেঁছড়া!
- কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস
- জাহাজ থেকে পড়ে নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার
- নাটোরে বিএনপির মঞ্চ ভাঙচুর-অগ্নিসংযোগ
- তানোরে বিএমডিএ’র সেচ প্রকল্প হুমকির মূখে