স্টাফ রিপার্টার : রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৭ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জন। আর সুস্থ হয়েছে মোট ৩৩ জন। গত বৃহস্পতিবার একই সময়ে আক্রান্ত হয়ে দুই জন রোগী মারা যান। কিন্তুগতকাল শুক্রবার কোন রোগী মারা যায়নি। শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ্য হয়েছেন ২১ হাজার ২৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৫৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ নাটোর ৫ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়া ২১ জন, সিরাজগঞ্জ ১২ জন, পাবনায় ১২ জন, এদিকে চাঁপাইনবাগঞ্জ ও নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি। তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ১৯৫ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৭০ জন, নাটোরে ১ হাজার ১৬০ জন, জয়পুরহাটে ১ হাজার ২৩১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও পাবনায় ১ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৫১ জন। এরমধ্যে রাজশাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৮ জন, বগুড়ায় ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ২৪৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২৮১, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৫৯ জন, নাটোরে ৯৮১ জন, জয়পুরহাটে ১ হাজার ১৭৭ জন, বগুড়ায় ৮ হাজার ২৮৭ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৩ জন ও পাবনায় ১ হাজার ২২৭ জন।