রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন পণ্ড

স্টাফ রিপোর্টার : রাজশাহী স্বেচ্চাসেবক দলের সম্মেলন সভাপতি ও সাধারণ সম্পাকের সমর্থকদের মধ্যে দন্দে পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে নগরী নওদাপাড়াস্থ্য জিয়াপার্ক এলাকায় এই সম্মেলন শুরু হয়। সেখানে কেন্দ্রীয় নেতারাও ছিলেন। হটাৎ করেই জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী ও সাবেক মন্ত্রীর ছেলে অস্থির স্লোগান দিতে দিতে একদল কর্মী মঞ্চের দিকে আসতে থাকে। অন্যদিক থেকে সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জমান পরাগের নামে তার সমর্থকরা স্লোগান দিলে সভাপতি সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায় পরাগ সমর্থকদের উপরে। এর সময়ে সাবেক ছাত্রনেতা ধলুকে বটি দিয়ে কোপ মেরে আহত করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান এই মারপিটে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম পরাগ, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিয়াজ আহম্মেদ মৃধা গুরুতর আহত হন। এছাড়াও আরো ৭-১০ জন আহত হয়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ বলেন, সভাপতি রিজভী ও অস্থির ছবি সম্মিলিত ব্যানার নিয়ে তাদের নামে স্লোগান দিতে দিতে মঞ্চের দিকে এগিয়ে আসতে থাকে। অন্য দিকে তার নামে স্লোগন দিলে রিজভীর সমর্থকরা অতর্কিত তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন। গণ্ডগোল শুরুর সময় তারা মঞ্চে বসে সভা করছিলেন। এসময়ে নওহাটা ও কাঁটাখালী পৌরসভা নিয়ে বসেছিলেন বলে জানান তিনি। পরে মোহনপুর, কেশরহাট ও পবা উপজেলার নেতাকর্মীদের নিয়ে বসার কথা ছিলো বলে জানান পরাগ। কিন্তু এই গণ্ডগোলে সব পণ্ড হয়ে যায় বলে জানান পরাগ।
সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল সালেকিন লিমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা