স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ২ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সেলিমকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। জানা গেছে, মোহনপুর উপজেলার খাঁড়ইল গ্রামের ফারেস আলীর ছেলে সেলিম রেজা (৩০) বিরুদ্ধে আদালত হতে ওয়ারেন্ট হয়। ওই সময় থেকে সেলিম পলাতক ছিল।
গতকাল বৃহস্পতিবার রাতে মোহনপুর থানার এ এস আই রাশিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে মোহনপুর ও চারঘাট থানার মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি সেলিমকে গ্রেফতার করে।
এ ছাড়াও মোহনপুর থানা পুলিশের নামে টাকা আদায় করায় মােহনপুর থানার ৪২০/৪০৬ মামলায় এজাহার নামীয় আসামী বাদশা মিয়া (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সইপাড়া গাঙ্গোপাড়া গ্রামের মৃত নায়েব উল্লাহর ছেলে।