শনিবার

১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লালপুরে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর সড়ক দূর্ঘটনায় শামীম আহামেদ সামের (৩২) নামের এক পাওয়ার ট্রলির চালক নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে লালপুর-বাঘা সড়কের রহিমপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ওয়াজিল আলীর পুত্র শামীম।

জানা যায়, সকাল ৯ দিকে ইট ভর্তি পাওয়ার ট্রলি চালিয়ে লালপুর-বাঘা সড়কে যাওয়ার পথে রহিমপুর নামক স্থানে সড়কের গর্তে পাওয়ার ট্রলির চাকা পড়লে নিয়ন্ত্রন হারিয়ে পাওয়ার ট্রলি উল্টে যায়। এসময় চালক শামীম আহত হয়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া সময় দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে পথের মধ্যেই শামীম মারা যায় বলে জানা গেছে। বিষয়টি লালপুর থানার ওসি সেলিম রেজা নিশ্চিত করেন।


আরোও অন্যান্য খবর