ফোন পেয়ে কাক উদ্ধার রাজশাহী ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইন ঘেঁষা উঁচু গাছ থেকে সুতোয় আটকানো একটি কাক উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা এ উদ্ধার কাজ পরিচালনা করেন। গতকাল বুধবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাকটি উদ্ধার করে।
পরে কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার জন্য ফোন করে খবর দেওয়া সেই যুবক উজ্জ্বল হোসেনের তত্ত্বাবধানে দেওয়া হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা লতিফুর বারী বলেন, মহানগরের লক্ষ্মীপুর এলাকায় রূপালী ব্যাংকের সামনের গাছে কোনো একসময় সুতোর সঙ্গে একটি কাক আটকা পড়ে। কাকটি অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করতে পারছিল না। সে যতই চেষ্টা করছিল ততই তার পাখা সুতোর সঙ্গে আটকে যাচ্ছিল।
সকালে হঠাৎ করে ওই এলাকার উজ্জ্বল হোসেনের চোখে পড়ে কাকটির অসহায়ত্ব। তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯-এ ফোন দেন। এরপর সেখান থেকে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর চলে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আটকে পড়া ওই কাকটিকে উদ্ধার করে।
উদ্ধারের পর রাজপাড়া থানা পুলিশে মাধ্যমে কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য খবরদাতা উজ্জ্বল হোসেনের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। চিকিৎসা শেষে কাকটিকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও খবর
- পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর
- স্বর্ণের দাম কমলো
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ
- দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৮
- শিশুর বয়সসীমা ১৮ থেকে কমিয়ে আনার প্রস্তাবনায় উদ্বেগ
- এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষা প্রতিষ্ঠান বেতন চলতি মাস থেকেই
- গভীর নলকূপ খালি করছে বরেন্দ্র’র ভূগর্ভস্থ পানি
- কুরবানীর পশু পরিবহন ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস শুরু
- আইসিএবি রাজশাহী আঞ্চলিক শাখার উদ্বোধন
- ২ মাস পর সোনামসজিদ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু
- নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- রাজশাহীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা গড়ে তোলার আহবান
- রাবির ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন
- কোরবানির চামড়ার দাম নির্ধারণ
- শিবগঞ্জে নিবাসী শিশুরা পেল ঈদের নতুন পোশাক