বৃহস্পতিবার

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের ‘গ্রীন ছায়েরা মঞ্জিল’ এর শুভ উদ্বোধন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

Paris
Update : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

এফএনএস : কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি নাম। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অভিন্ন সত্তা।

আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছে। তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। আমার বাংলা মায়ের ওপর আঘাত হেনেছে। তাই বাংলা মায়ের দামাল ছেলেরা বসে থাকতে পারে না। শাবান মাহমুদ আরও বলেন, আজ সারাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে সারা বাংলার সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করবেন। আমি বিশ্বাস করি যে, সাংবাদিকেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা সবাই এ সমাবেশে অংশ নেবেন।

সমাবেশ থেকে সেদিন সাংবাদিকরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার সমুচিত জবাব দেবেন। সমিতির সভাপতি মামুন শেখের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাংবাদিক দীপ আজাদ, সাংবাদিক সাজেদুল ইসলাম রাজু ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris