প্রেস বিজ্ঞপ্তি : দরগা জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মোবারক করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন দরগা জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মোবারক করিম (ইন্নালি……রাজিউন। বাদ জোহর মরহুমের জানাযা নামাজে অংশ নেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।