এফএনএস : খুলনায় মো. জাকির হোসেন (৫০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত ২৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হন পিরোজপুর জেলার জিয়ানগর এলাকার ডেঙ্গু রোগী জাকির। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।