মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আলী (৫০) নামে এক গ্রামপুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আলী ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানান, গত রোববার রাত ৮টার দিকে গ্রামের দোকান থেকে বাড়ি ফেরার পথে হাসানের বাড়ির পাশে বাঁশঝাড়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে গ্রামপুলিশ ইয়াছিন আলী। এসময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে গ্রামপুলিশ ইয়াছিন আলী পালিয়ে যায়। ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রামপুলিশ ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে। পরে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।