স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামি ১৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তিন শ্রেণির মুক্তিযোদ্ধাদের যাচাইয়ের জন্য ডাকা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ইউএনও শরিফ আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামি ১৪ ডিসেম্বর গোবিন্দপাড়া, আউচপাড়া, সোনাডাঙ্গা, নরদাশ, মাড়িয়া, পরের দিন ১৫ ডিসেম্বর ঝিকড়া, কাচারীকোয়ালীপাড়া, ১৭ ডিসেম্বর যোগিপাড়া, শুভডাঙ্গা, বাসুপাড়া, শ্রীপুর ২১ ডিসেম্বর গনিপুর, গোয়ালকান্দি, তাহেরপুর, বড়বিহানালী, হামিরকুৎসা, ২৩ ডিসেম্বর ভবানীগঞ্জ, দ্বীপপুপর এবং ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা ব্যক্তিদের যাচাই করা হবে।
তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সকাল ৯ টা থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রত্যেককে প্রয়োজনীয় তথ্য নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।