গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটুয়ারীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছে গোদাগাড়ী পৌর প্রেসক্লাব। গত রবিবার সন্ধ্যায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী সারওয়ার সবুজ, সিনিয়র সভাপতি এ্যাডভোকেট তৌসিক আহমেদ মাসুম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আল আমিন, দপ্তর সম্পাদক বনফুল, সদস্য আব্দুল আলিম, রবিউল ইসলাম মিনাল, তসলিম উদ্দীন জনিসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী।
আমি সততা ও ন্যায়-নিষ্ঠার মাধ্যমে কাজ করে গোদাগাড়ী মডেল থানা কে একটি আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। গোদাগাড়ী উপজেলায় সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।