প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম এর সাথে রেশম শিল্পের উন্নয়নে এক মতবিনিময় সভায় মিলিত হয়। আব্দুল হাকিম চেম্বার সভাপতির মাধ্যমে রাজশাহীর সকল ব্যবসায়ীকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞচিত্তে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তিনি চেম্বার সভাপতির সঙ্গে কুশল বিনিময় করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী নগরী সিল্কের নগরী। সিল্কে রয়েছে রাজশাহীর বিপুল সম্ভাবনা। গত জোট সরকারের আমলে পরিকল্পিতভাবে রাজশাহীর সিল্ক সেক্টরকে ধ্বংসের জন্য রেশম কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজশাহীকে সিল্ক সিটি ব্রান্ডিং করে সিল্কের উন্নয়নে কাজ করে রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। রেশম শিল্প উন্নয়নে চেম্বার সর্বদা সহযোগিতা করে যাবেন।
তিনি বলেন উন্নত রেশম চাষ করা গেলে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। মহাপরিচালক মহোদয় ডিজিটাল প্রিন্টিং এর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সিনিয়র সহ সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু বলেন প্রিন্টিং এর বিষয়ে তিনি সহযোগিতা করবেন, এছাড়া রেশম শিল্প উন্নয়নে যে কোন ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত। এসময় সভাপতির সঙ্গে ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু পরিচালকবৃন্দ সর্বজনাব সাদরুল ইসলাম, এস.এম আইয়ুব এবং সচিব জনাব মহঃ গোলাম জাকির হোসেন।