প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে রাজশাহী জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক সভার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসইটি রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিকসহ অন্যান অতিথিবৃন্দ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এক সময় রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যক্রম অনেক কম ছিল। আমি আসার পর জেলা ইউনিটের গতি এসেছে। এখন জেলা ইউনিটকে সবাই চেনে। আমি যতদিন চেয়ারম্যান থাকবো, জেলা ইউনিটকে চেষ্টা করবো সব্বোর্চ স্থানে নিয়ে যেতে। সভায় জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক বলেন, জেলা ইউনিটের ইয়ুথদের সাথে নিয়ে আমি সব সময় কাজ করে যাবে।
তাদের যে কোন কর্মসূচিতে আমি উপস্থিত থেকে ইয়ুথদের উৎসাহ দিয়ে যাবো। সভায় তিনি আহব্বান করেন, যারা আজীবন সদস্য আছেন তারা যেন তাদের তথ্য ও যোগাযোগের ঠিকানা আমাদের কাছে পৌছানোর ব্যবস্থা করেন। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি জেলা পরিষদের নির্বাহী হিসেবে সবে মাত্র যোগদান করেছি। আমি জেলা ইউনিটে উন্নয়নের জন্য সব ধরণে সহায়তা করার চেষ্টা করবো।
সভায় আর্ন্তজাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে কোভিট-১৯ এ কর্মরত সতরো জন যুব ও সেচ্ছাসেবদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী তুলেদেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। পরিশেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ কেক কেটে এই দিবসটি উদযাপন করেন।