বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগমারায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মচমইল থেকে সংবাদদাতা : স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেছে স্বাধীনতা বিরোধী চক্র। বাংলাদেশের স্বাধীনতাকে অবমাননা সহ জাতির জনকের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভবানীগঞ্জ নিউ মার্কেটের প্রধান ফটকের সামনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি, পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাফিনুর নাহার, চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাহরিয়ার আলী, মিজানুর রহমান, হাছেন আলী, লোকমান আলী, জয়নাল আবেদীন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আ’লঅীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন প্রমুখ।
আরও খবর
- আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না : শেখ হাসিনা
- রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ হলেন ভারতীয় অতিথিরা
- রাজশাহীতে ওহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- চিত্রনায়িকা মাহিয়া মাহি ঘটনার নেপথ্যে কী?
- পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের
- চীনের প্রেসিডেন্ট রাশিয়া পৌঁছেছেন
- বক্সিংয়ে বাংলাদেশি বংশোদ্ভূত রুকসানা
- রেকর্ড ছুঁলেন লিটন, সাত হাজারী ক্লাবে মুশফিক
- পাঁচ টাকার জন্য..
- ‘রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিলেও ১৯৭১ সালের গণহত্যাকে কেন নয়’
- ঝড়-বৃষ্টির প্রবণতা তিনদিনের মধ্যে কমতে পারে
- বাকিতে পণ্য আমদানি বাড়ছে
- ইভিএম নিয়ে আমরা অন্ধকারে : ইসি
- প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন কারাগারে
- নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু