স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ৩৩ জন আটক হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন ও দামকুড়া থানা ৩ জনকে আটক করে।

যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আবুল কালাম কালাম কসাই (৫৫) কে ১৫ গ্রাম হেরোইন, জনি শেখ (৩৬) কে ৮ গ্রাম হেরোইন, সুরমান আলী (৩০), জিয়াউল হক (৪০) কে ১০০ গ্রাম গাঁজা, রাজপাড়া থানা পুলিশ রেজাউল ইসলাম (৩৭) কে ২১. ০০ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ সোহেল রানা (২৫) কে ২০ গ্রাম গাঁজা, কাটাখালী থানা পুলিশ আল মামুন পকা (৩৮) কে ১৭.১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, রাকিব হোসেন (৩৮) কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।